সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ ভাবে আমদানিকৃত ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
এম এ মান্নান , স্টাফ রিপোর্টার
শনিবার (১৩ জানুয়ারি ) রাত দেড়টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা হতে মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ টি হ্যান্ড ট্রলি বুঝাই ২০০ বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ, যার মূল্য ৯ লক্ষ্য টাকা ।
আটককৃতরা হলেন উপজেলার আমানিপুর গ্রামের মৃত মোঃ চন্দু মিয়ার ছেলে মোঃ জমির হোসেন (২৪),মোঃ রাশিদ মিয়ার ছেলে আতাবুর রহমান (১৯), সাউদপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে আনোয়ার হোসেন(২৪), দাতিয়া পাড়া গ্রামের মোঃ সাজু মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৪), মৃত মোঃ আব্দুল ছাত্তারের ছেলে মোঃ সাধীন মিয়া (২৩),কালগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), মৃত রশিদ আলীর ছেলে রতন মিয়া(৩০), দাতিয়া পাড়া গ্রামের মৃত ওমর আলী ছেলে মোঃ রুবেল মিয়া(২৪),দক্ষিন উড়া গ্রামের মনোরঞ্জন তালুকদারের ছেলে পরিতোষ তালুকদার(১৯),তাহিরপুর উপজেলার কালাগাঁও গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে হিরা মিয়া (২৮),
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান,আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।