বোনের সিক্রেট ফাঁস করলেন অভিষেক

অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন, দুই ভাই-বোনের সম্পর্ক মানেই ভালবাসার সঙ্গে একরাশ খুনসুটি। শুধু তাই নয়, তারা একে অন্যকে জ্বালাতন করার একটা সুযোগও হাতছাড়া করেন না! আর তাই সম্প্রতি করণ জোহরের টক শো-তে ‘দুষ্টু’ দিদির সব সিক্রেট বলে দিয়েছিলেন অভিষেক। এমনকি শ্বেতার ছোটবেলার ক্রাশের কথা বলতেও বাদ রাখলেন না এই অভিনেতা।

স্কুলে পড়াকালীন সময়ে আমির খানের ‘বিরাট বড় ফ্যান’ ছিলেন শ্বেতা। অভিষেক জানালেন, আমির খান সে কথা জানতে পেরে শ্বেতার প্রত্যেক জন্মদিনে একটা করে চিঠি লিখতেন। যদিও শ্বেতা মোটেই তেমনটা মনে করেন না। অমিতাভ কন্যার কথায়, তাদের দু’জনের জন্মদিন একই মাসে হওয়ায় আমির তার কথা মনে করে চিঠি লিখতেন। আমিরের জন্মদিন ১৪ মার্চ। ঠিক তার ৩ দিন পর, অর্থাৎ ১৭ মার্চ শ্বেতার জন্মদিন।

তবে বিষয়টা শুধু চিঠি লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বোস্টনে পড়াশোনা করার সময় আমিরের লাইভ শো দেখতে যাওয়ার জন্য অভিষেককে লিমুজিন ভাড়া করতে বাধ্য করেছিলেন শ্বেতা! প্রায় দেড় ঘণ্টা গাড়ি চালিয়ে দিদিকে প্রিয় নায়কের সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন অভিষেক।

বচ্চন পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও অভিনয় জগৎ থেকে নিজেকে বরাবর দূরে রেখেছেন শ্বেতা। বলিউডকে ভালবাসলেও নিজের স্বতন্ত্র ক্যারিয়ার গড়ে তুলেছেন তিনি। বলিউডের এই স্টারকিড একটি ফ্যাশন কোম্পানির কর্ণধার। ২০১৮ সালে ‘প্যারাডাইস টাওয়ার’ নামে একটি বইও লিখেছেন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, খুব শীঘ্রই তার দুই সন্তান নব্য এবং অগস্ত্য বলিউডে পা রাখতে চলেছেন।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala