বেনাপোলে জাল নোটসহ লিপি খাতুন (৩৪) নামে এক নারী আটক

শার্শা উপজেলার বেনাপোল বাজার থেকে জাল নোটসহ লিপি খাতুন (৩৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সড়ে ৯টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক লিপি খাতুন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, বেনাপোল বাজার এক নারী জাল টাকা নিয়ে অবস্থান করছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে লিপি খাতুনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার চারটি জাল নোট উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামিকে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala