ন্যায্য দামে কিডনি বিক্রি করতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এক ভারতীয় যুবক।
আবেদনকারী এই ভারতীয় যুবকের নাম রফিকুল হাসান। তার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার খড়িবাড়ি এলাকায়। তার দাবি, শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না। তাই হতাশ হয়ে ওই যুবক কিডনি বিক্রি করতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।
ফেসবুকে তিনি লেখেন, ‘সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী, বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না। আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। আমার কিডনিটি ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala