সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে বিভিন্ন অপরাধে ৫০২টি মামলায় ১১ লাখ ২৮ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং ১৯টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) এসব অভিযানে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্স বিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আট বিভাগে আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। যা চলমান থাকবে। সেই সঙ্গে অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala