বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় দাঁড়াবে না গাড়ি

টোল পরিশোধ করতে বঙ্গবন্ধু সেতুতে এখন আর টোলপ্লাজায় দাঁড়াতে হবে না। ফাস্ট ট্র্যাক লেন ব্যবহার করে পরিবহনগুলো বিরতিহীনভাবে সেতু পার হতে পারবে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমের টোলপ্লাজায় স্থাপিত দুই ফাস্ট ট্র্যাক লেনের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। এর আগে বঙ্গবন্ধু সেতু পার হতে সেতুর টোলপ্লাজায় টোল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো পরিবহনগুলোকে। কিন্তু এখন আর পরিবহনগুলোকে লাইনে না দাঁড়িয়ে বিরতিহীনভাবে সেতু পারাপার করতে পারবে। এতে ডাচ্-বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে গাড়ির উইন্ডশিল্ডে লাগানো আরএফআইডি ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করে বাধাহীনভাবে দ্রæতগতিতে টোলপ্লাজা অতিক্রম করতে পারবে।
ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সেতু মন্ত্রণালয়ের উপসচিব এসএম মাজহারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, বঙ্গবন্ধু সেতুর তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, মো. অহিদুজ্জামান, বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, সহকারী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী, ডাচ্-বাংলা ব্যাংকের এসিভিপি অ্যান্ড সিএফআইও আবুল কাশেম খান, হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশনের মাহবুবুল ইসলামসহ সেতু কর্তৃপক্ষ, সিএনএস লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তারা।
সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, চালু হওয়া দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে আধুনিক বা ইলেক্ট্রনিকস টোল কালেকশন সিস্টেমের (ইটিসি) মাধ্যমে শুরু হল টোল আদায়। এতে টোলপ্লাজায় বাধাহীনভাবে পরিবহনগুলো সেতু পার হতে পারবে। সারা দেশের টোল আদায়ের সেতুগুলো বা টোল সড়ক রয়েছে সেখানে ৫০ ভাগ ইলেক্ট্রনিকস টোল কালেকশন সিস্টেমে আদায় করার উদ্যোগ নেওয়া হবে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala