ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

সাভারের আমিন বাজারে ১টি পিকআপ থেকে ১০০০ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪।

বৃহস্প্রতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আমিন বাজার শাহ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, পিকআপ এর ভিতরে অভিনব কৌশলে বহনকৃত ১০০০ বোতল ফেন্সিডিলসহ মাদক করবারি মোঃ মোশারফ হোসেন (৫৬) ও মোঃ মনিরুল ইসলাম মনির কাজী (২৬)আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কৌশলে পিকআপ এর মাধ্যমে বহন করে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলো।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের কর্মকর্তা জানিয়েছে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala