পাবনার সুজানগরে ট্রেনের সঙ্গে ট্রলির সংঘর্ষের ঘটনায় আহত আলম হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
২০ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফলে সুজানগরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত আলম হোসেন স্থানীয় তাঁতীবন্দ গ্রামের মৃত ওসমান হোসেনের ছেলে।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হুদারপাড়া এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সাথে ইটবোঝাই একটি ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই দবির খান নামক একজনের মৃত্যু হয়। আর দুর্ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। তাদের মধ্যে আহত আলম হোসেন মৃত্যু বরন করেন।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala