পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’।
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইল হাইস্কুল মাঠে ( ঐতিহাসিক বালুচর খেলার মাঠে) ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, থানার ইনসপেক্টর (তদন্ত) হাসান বাশীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, পিআইও শামীম এহসান, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইনুর রহমান, চাটমোহরে মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মসীহ, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী খলিলুর রহমানসহ সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্চ্ছোসেবী সংগঠণের কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ম্যারাথন দৌড়ে অংশ নেন।
শেষে বিজয়ী প্রথম ২০জনকে পুরস্কৃত করা হয়।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala