পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালক খুন, মূল আসামি আটক

ঈশ্বরদিতে যাত্রী তোলাকে কেন্দ্র করে মারপিটে সিএনজি চালক হত্যার ঘটনার মূল আসামি কাশেম জমিদারকে (৬০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, দাশুড়িয়া ট্রাফিক মোড়ে সিএনজিতে সিরিয়ালে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই চালক বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। এ সময় ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে কাশেম জমিদার এর আঘাতে মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মিজানুর রহমান সুজন (৩৮) আহত হন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, মরদেহ ঈশ্বরদী থানায় রয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ঈশ্বরদী থানায় এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala