দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এবার আইপিএল ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলিতে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ৫ ওভারেই স্পর্ষ করলেন শত রানের মাইলফলক। এর আগে ৬ ওভারে ১০৫ রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৭ আসরে দ্রুততম শতক এবং পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল কেকেআর।
শনিবার (২০ এপ্রিল) সেটা ভাঙলেন হায়দরাবাদের দুই ওপেনার। শুধু তাইই নয়, আইপিএলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ডও গড়ে ফেলেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে তাদের সংগ্রহ ১৫১ রান। যা আইপিএল ছাপিয়ে সবরকমের টি-টোয়েন্টিতেই পাওয়ারপ্লেতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড।