নূরকে কড়া সতর্কতা দিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত

নূরকে কড়া সতর্কতা দিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত

জামায়াত শিবিরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুররের প্রকাশ্য অবস্থান নেয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসে সমাবেশ করে শিবিরের বিপক্ষে স্লোগান দেয়া সংগঠনকে সন্ত্রাসী সংগঠন অভিহিত করাসহ উস্কানীমূলক বক্তব্যে ক্ষুদ্ধ ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস নূরকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘শিবিরের মতো সন্ত্রাসী সাম্প্রদায়িক সংগঠনকে যারা সমর্থন দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তাদের একচুল পরিমাণও ছাড় দিবে না।’

ভিপি নূরের শিবির কানেকশনের অভিযোগ ছিল শুরু থেকেই। তার সহযোগীদের অনেকের বিরুদ্ধে সাম্প্রদায়িক তৎপরতা ও নারীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার বহু তথ্য প্রমাণ পাওয়া যায় বহুবার। এমনও অভিযোগ আছে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মী আর জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের নিয়ে নতুন এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও তিনি চালাচ্ছেন। ভিপি নুর এই রাজনৈতিক দলটি মূলত জামায়াত-শিবির আর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তৈরি করছেন। জামায়াতের প্রবাসী নেতাদের ফান্ডে তৈরি হচ্ছে এই দল-এমন তথ্য তুলে ধরে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসা কয়েকজন ইতোমধ্যেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন নানা তথ্য প্রমাণ।
ঠিক এমন অবস্থার মধ্যে বৃহস্পতিবার ঢাবি ক্যাম্পাসে হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে প্রকাশ্যেই শিবিরের পক্ষে কথা বলেন। যেখানে উগ্রবাদী এ সংগঠনটি নিষিদ্ধ সেই ঢাবি ক্যাম্পাসে এসেই সেই সংগঠনের পক্ষে সাফাই গান নূর। নূর বলেছেন, ‘এই স্লোগান দিবেন না, সন্ত্রাসীরা যে স্লোগান দেয় ‘একটা একটা শিবির/বাম ধর, ধইরা ধইরা জবাই কর’। যারা জঙ্গী তারা এই স্লোগান দেয়। একজন মানুষ শিবির করবে নাকি বাম করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। তার চিন্তার স্বাধীনতা রয়েছে।’
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala