নিউজিল্যান্ডে এই প্রথম কোনো মুসলিম নারী পুলিশ তার দায়িত্বরত পোশাকের সঙ্গে হিজাব পরিধান করলেন। সম্প্রতি দেশটির পুলিশ বিভাগে কনস্টেব হিসেবে নিযুক্ত হন জিনাত আলী নামে ওই নারী। নিউজিল্যান্ড পুলিশ তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্রে বরাত দিয়ে জানিয়েছে, নিউজিল্যান্ডে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ কমিউনিটিকে প্রতিফলিত করে সেবা প্রদানই তাদের লক্ষ্য। ২০১৮ সালের শেষদিকে ইউনিফর্মের সঙ্গে হিজাব যুক্ত করার কাজ শুরু হয়েছিল। জিনাত আলী এ দেশের প্রথম মুসলিম নারী পুলিশ সদস্য, যিনি হিজাব ধারন করেন। এর মাধ্যমে মুসলিম নারীরা পুলিশে যোগদান করতে উৎসাহী হবে।
পুলিশ কনস্টেবল জিনা আলীর জন্ম ফিজিতে। শৈশবেই নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে চলে আসেন তিনি। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে জিনাত বলেন, ‘ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পরই পুলিশে যোগদানের সিদ্ধান্ত নেই। আমি বুঝতে পেরেছিলাম যে পুলিশে আরও বেশি মুসলিম মহিলাদের দরকার মানুষকে আরও সহযোগিতা করতে।’
জিনাত আরও বলেন, ‘ইউনিফর্মের অংশ হিসাবে হিজাব পরার কারণে আমার খুব ভাল লাগছে। আমি মনে করি এটি দেখে আরও বেশি মুসলিম নারী পুলিশে যোগ দিতে চাইবেন।’