মাহির নায়িকা হওয়ার আগের ৫ মিনিটের ভিডিওতে উত্তাল নেট দুনিয়া

বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এরপর ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’সহ যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করে প্রশংসা কুড়ান তিনি।

নায়িকা হওয়ার আগে মাহিয়া মাহির একটি নাচের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। প্রায় ৫ মিনিট দৈর্ঘ্যের নাচের ভিডিওতে দেখা যায়-গায়েহলুদের কোনো অনুষ্ঠানে নাচছেন মাহি। চলচ্চিত্রের বিভিন্ন ফেসবুক গ্রুপে এই নাচের ভিডিও ঘুরে বেড়াচ্ছে।

মাহিয়া মাহি বর্তমানে ‘নবাব এলএলবি’ নামের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মাহি। এর আগে ‘লাভ আজকাল’ সিনেমায় জুটিবদ্ধ হন শাকিব-মাহি। এছাড়াও তাদের সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।

সম্প্রতি বিএফডিসিসহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়। ‘নবাব এলএলবি’ সিনেমার চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala