রাতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার গুলশানের বাসায় ডিবি ও পুলিশের কিছু সদস্য গিয়েছিলেন। রাত ১২ টার দিকে তারা মান্নার বাসার গেইটে এসে কিছু কথা বলে চলে যান। নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ডা. জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে মাহমুদুর রহমান মান্নার বাসার চারদিকে ডিবি পুলিশ ঘেরাও করে রেখেছে বলে একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পুলিশ সদস্যরা কি বলেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহিদুর রহমান।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala