নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকান এর পশ্চিম পাশ থেকে ৫০ পিচ ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই (নি.) এম সজীব আহমেদ, এএসআই (নি.) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকান এর পশ্চিম পাশে অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), ওমর আলী (৩৫), মো. শামীম ফকির (৪৯), ফেরদাউস শিকদার (২৮) ও মো. ইব্রাহিম শিকদার (৩২) সহ তাদের কে গ্রেফতার করা হয়।

এ সময় আসামিদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, আসামিদের আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala