তিন যুবকের বুদ্ধিতে রক্ষা পেলো বহু প্রাণ

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলফামারীগামী ট্রেন নীলসাগর এক্সপ্রেস।

শনিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথচারীদের ওড়ানো লাল কাপড় দেখে ট্রেনটি থামে। এতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। এ সময় ওই ট্রেনে তিন শতাধিক যাত্রী ছিলেন।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে উল্লাপাড়া রেল স্টেশন থেকে ৪০০ গজ পূর্বে রেলসেতুর পশ্চিম পাশে রেললাইনে ফাটল দেখেন এক যুবক। বিষয়টি তিনি পাশের গ্রামের সাদ্দাম ও ওমর ফারুক নামের দুজনকে জানান।পরে তারা রেলপথে লাল কাপড় উড়িয়ে দেন এবং দ্রুত উল্লাপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার রফিকুল ইসলামকে জানান। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে ট্রেনের চালক ট্রেন থামিয়ে ফেলেন।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের পাশেই রেলপথ সংস্কারের কাজ চলছিলো। ট্রেন থামার সঙ্গে সঙ্গে সেখান থেকে কর্মীরা এসে দ্রুত রেলপথ মেরামত করেন। ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala