ঢাকায় দুই দিনে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর উত্তর গোড়ানে দুই দিনে চার শিশুকে এক ব্যক্তি ধর্ষণ করেছেন অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুদের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার মধ্যরাতে উত্তর গোড়ানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সজল মোল্লা (৫৫)। তিনি রিকশা চালানোর পাশাপাশি তা মেরামতেরও কাজ করেন।

ভুক্তভোগী চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম বলেন, চার শিশুর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুদের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে। তাদের অবস্থা গুরুতর নয়।

ভুক্তভোগী শিশুদের বাবা-মায়ের অভিযোগ, সজল মোল্লা তাঁর স্ত্রীকে নিয়ে এলাকায় থাকেন। স্ত্রী বাইরে গেলে গত ৬ অক্টোবর সজল মোল্লা দুই শিশুকে টাকা দেওয়ার কথা বলে তাঁর বাসায় নিয়ে ধর্ষণ করেন। পর দিন ৭ অক্টোবর একইভাবে টাকা দেওয়ার কথা বলে আরও দুই শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী শিশুদের বাবা-মা জানান, তাঁরা গতকাল শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। ঘটনা জেনে গতকাল রাতেই তাঁরা অভিযোগ জানাতে থানায় যান। ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে খিলগাঁও থানায় সজলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সজল মোল্লাকে গ্রেপ্তার করে।

ওসি মো. ফারুকুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল মোল্লা চার শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাঁকে আদালতে তোলা হবে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala