জে এম দিনার, নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো ধরনের গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি। বাহিনীটি বলছে, এ সফর নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিমূলক তথ্য বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, দেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে সংবাদটি মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। বিবৃতিতে বলা হয়, “উক্ত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি বিজিবির ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এমন সংবাদ প্রচারিত হচ্ছে।”
বিজিবি জানায়, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বিষয়ে গত বছরের ২৭ ডিসেম্বর বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছিল। এ পোস্টের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। বিজিবি আরও জানায়, এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার প্রেস ব্রিফিং করেছে। এছাড়া এই সম্মেলনে বিজিবির পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন।
বিবৃতিতে বিজিবি উল্লেখ করে, বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক এই সময় বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করার কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিজিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এ সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই এবং এ বিষয়ে কোনো ধরনের গোপন তথ্য আড়াল করারও চেষ্টা করা হয়নি। তারা সবার প্রতি বিভ্রান্তিমূলক পোস্ট করা বা তা বিশ্বাস করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদকে প্রত্যাখ্যান করে বাহিনীটি বলেছে, এ সফর পূর্ব নির্ধারিত এবং সবার জন্য উন্মুক্ত তথ্য। তাই জনসাধারণকে বিভ্রান্ত না হতে এবং দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানিয়েছে বিজিবি।