ট্রেনে ঢিল ছোঁড়ার অপরাধে আখাউড়ায় দুই যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনে ঢিল ছোঁড়ার অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে দিকে ট্রেনে ঢিল ছোঁড়ার সময় তাদেরকে হাতে নাতে আটক হয়।

সোমবার গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত যুবকরা হলেন, আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের সুমন মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন- (২৩), এবং নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া-(২১)। তবে তাদের ঢিলে ট্রেনের কোনও যাত্রী হতাহত হয়নি।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আজম জানান, ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই যুবক ঢিল ছোঁড়ে। স্টেশনে দায়িত্বরত পুলিশ তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala