জিএম কাদের করোনায় আক্রান্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন। খন্দকার দেলোয়ার জালালী জানান, গত মঙ্গলবার রাতে জিএম কাদের করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ ও স্বাভাবিক খাদ্য গ্রহণ করছেন। কোনো নেতিবাচক উপসর্গ নেই তার। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala