গুম খুনের দায় শিকার করে ক্ষমা চাইলেন র‌্যাব ডিজি

গুম, খুন, অপহরণসহ র‌্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। দেশবাসীকে জানাতে চাই- আজ পর্যন্ত যারা র‌্যাবের হাতে নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন, তাদের কাছে এবং নারায়ণগঞ্জের সাত খুনসহ র‌্যাবের মাধ্যমে যেসব হত্যাকান্ড সংঘটিত হয়েছে, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসব ঘটনার বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারও নির্দেশে জড়িত হবে না। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, অন্তর্র্বর্তী সরকার গুম-খুন কমিশন গঠন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এসব বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এসব অভিযোগের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই। আমি যতদিন দায়িত্ব পালন করব, কারও নির্দেশে এসব অপরাধে র‌্যাব আর জড়িত হবে না- সেটি আমি নিশ্চয়তা দিচ্ছি। হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করছে। তদন্তে সব ধরনের সহায়তা করা হচ্ছে। র‌্যাব প্রধান বলেন, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে র‌্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ কাজ করতে গিয়ে র‌্যাবের ১৬ সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের ৫৮ কর্মকর্তা ও ৪ হাজার ২৪৬ সদস্যকে বিভিন্ন অপরাধে শাস্তির আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৫০০ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পাশাপাশি ২০ হাজার অস্ত্রও উদ্ধার করেছে সংস্থাটি। অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান বলেন, র‌্যাবে আয়নাঘরের যে বিষয়টি এসেছে; সেটা ছিল, আছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যে যা অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থায় রাখা হয়েছে। র‌্যাবে আয়নাঘর, গুম, খুনসহ যত অভিযোগ ছিল কমিশন তার তদন্ত করছে। র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমরা মনে করি, তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি একটি বৃহৎ রাজনৈতিক দল র‌্যাব বিলুপ্তির বিষয়ে দাবি তুলেছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার যা সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেওয়া হবে। তবে যতদিন দায়িত্বে থাকবে, নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে র‌্যাব।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala