ইসমাইল চৌধুরী সম্রাটের মুক্তি চেয়ে আদালতের বাইরে হাজার হাজার নেতা-কর্মীর স্লোগান

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আজ মঙ্গলবার মহানগর দায়রা জজ কোর্টে আনা হয়েছে।    সম্রাটকে আনার খবরে আদালতের বাইরের সড়কে জড়ো হয়েছে হাজার নেতা-কর্মী। তারা সম্রাটের মুক্তি চেয়ে স্লোগান দিচ্ছেন। জড়ো হওয়া বহু নেতা-কর্মীর হাতে সম্রাটের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। তাতে সম্রাটকে মুক্তি চেয়ে স্লোগান লেখা রয়েছে।

ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গত বছরের অক্টোবর মাসে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র‌্যাব। এরপর অসুস্থতাজনিত কারণে বহু দিন হাসপাতালে ছিলেন তিনি। সম্রাটের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala