ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

অনুমতি ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৬ মার্চ থেকে ইবি ক্যাম্পাসে অনুমতি ব্যতীত বহিরাগত প্রবেশ, বিচরণ ও অবস্থান, হোন্ডাসহ প্রবেশ, খেলার মাঠে প্রবেশ ও অন্য যে কোন ধরণের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে অংশগ্রহণকারী শ্রমিকগণকে প্রকৌশল অফিস হতে ইস্যুকৃত নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আমরা এ পদক্ষেপ নিয়েছি। আনসার সঙ্কটের কারণে এখন অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে থানা গেটে আনসারদের ডিউটি যোগ করা হয়েছে।

এছাড়াও লালন শাহ হল ও বঙ্গবন্ধু হল পকেট গেটেও খুব শিগগির নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala