আবারও বিয়ে করলেন শমী কায়সার

ফের বিয়ে করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। বরের নাম রেজা আমিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

গতকাল শুক্রবার রাতে শমী কায়সারের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া নাট্ট নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে শমী কায়সারের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে লাল শাড়িতে বধূবেশে শমী কায়সারকে দেখা গেছে। পাশেই পাঞ্জাবি পরে বসে আছেন বর রেজা আমিন।

চয়নিকার সেই পোস্টে নব দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন শমীর ভক্ত-অনুরাগীরা।

শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala

Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala

Visit Ghorbaree Wala