চট্টগ্রামের সাতকানিয়ায় মো. বেলাল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মো. জাহেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার তৈয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল খাগরিয়ার মোহাম্মদ খালীর হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে এবং সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাতে দুর্বৃত্তরা বেলালকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় জাহেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Buy,Sale,Rent Property in Dhaka Bangladesh at ghorbareewala